ওয়েব ডেস্ক: বিয়ের মরশুম চলছে। আর সেইসঙ্গে সোনার দামও কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে অনেকটাই কমেছে সোনার জিনিসের দাম। আজও দেশীয় বাজারে সোনা ও রুপোর দাম কমেছে। রাজধানী দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৮০ টাকা কমেছে, অন্যদিকে ২২ ক্যারেট সোনার দামও প্রতি ১০ গ্রামে ৯০০ টাকা কমেছে। গত দুই দিনে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে মোট ৭১০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৬০ টাকা কমেছে।
জানেন আজ কলকাতায় সেনার দাম কতটা নিম্নমুখী? কলকাতায় প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২,১৪৮ টাকা, প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১,১৩৫ টাকা এবং প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯,১১১ টাকা । সোনার পাশাপাশি রুপোর দামও কমছে। দিল্লিতে টানা দুই দিনে এক কেজি রূপার দাম ৩১০০ টাকা কমেছে। ৫ নভেম্বর দিল্লিতে প্রতি কেজি রূপার দাম ১,৫০,৫০০ টাকা, যা আজ আরও ৫০০ টাকা কমেছে।
আরও পড়ুন: SIR কাজের জন্য কত টাকা পাবেন BLO- রা?
বিশ্লেষকরা বলছেন, সোনার দাম প্রতি আউন্স ৩,৯২০-৪,০৬০ ডলার (প্রায় ১.১৯-১.২২ লক্ষ টাকা প্রতি ১০ গ্রাম) স্থিতিশীল রয়েছে এবং রুপোর দাম প্রতি আউন্স ৪৬-৪৯ ডলার (প্রায় ১.৪-১.৫ লক্ষ টাকা প্রতি কেজি)। যদি দাম এই স্তরের উপরে চলে যায়, তাহলে ৩-৫% লাভ হতে পারে। নির্মল বাং সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে আগামী দিনে সোনার দাম বাড়তে পারে। তিনি বলেন, MCX-এ প্রতি ১০ গ্রামে সোনার দাম ১.২৩ লক্ষ টাকায় পৌঁছাতে পারে, যেখানে আন্তর্জাতিক বাজারে এটি প্রতি আউন্স ৪,২০০ ডলারে পৌঁছাতে পারে।
দেখুন খবর:







